ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

Link Copied!

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে।২৬ মে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   উপজেলা প্রশাসন, ডাব্লুিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ও অগ্রদূত বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,  রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম সাকলাইন, রহনপুর কম্পানির ভারঃ কম্পানি কম্যান্ডার নায়েব সুবেদার ওয়াদুদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী চৌধুরী,অগ্রদূত বাংলাদেশ সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল  প্রমূখ।

বক্তাগন বলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা টাস্কফোর্স কমিটিকে সক্রিয় করতে হবে। সরকারি দপ্তর সমূহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এবং এলাকায় যে সকল তামাক এজেন্সি এবং দোকানদার রয়েছে তাদের তালিকা করে প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন উপজেলা টাক্সফোর্স এর মাধ্যমে কর্মরত স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে সাথে নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনকে সম্পৃক্ত করনের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বরাদ্দ রেখে কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলায় সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।