মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধে অন্ধ বাউল শিল্পী শুকুর আলীর বাড়ীতে হামলা চালিয়েছে। এতে অন্ধ বাউল শিল্পী শুকুর আলী, তার বাবা দেলবর মন্ডল, মা মর্জিনা বেগম, স্ত্রী আছিয়া খাতুন, ভাই ইউনুস মন্ডল ও মেয়ে মীম আক্তার আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী সাহেবপাড়া গ্রামের বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে।
অন্ধ বাউল শিল্পী শুকুর আলী ও তার ভাই ইউনুস মন্ডল বলেন, তাদের ক্রয়কৃত জমি জালিয়াতি করে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে মিউটিশন করে। বিষয়টি জানাজানি হওয়ার পর বাতিলের আবেদন করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শরিফুল মন্ডল, জহুরুল মন্ডল, টিপু মন্ডল, হবিবর রহমান, মজিবর রহমান, কালাম মন্ডল, নজরুল মন্ডল, ফজলু মন্ডল, হিরা বেগম সহ অন্তত ৩০ জন তাদের বসতবাড়ীতে ঢুকে হামলা চালায়। হামলায় ৬জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।