ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় উল্লাস

Link Copied!

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: 

দীঘিনালায় বইছে উৎসবের আমেজ। খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত ৯ সদস্যের আংশিক কমিটির অনুমোদনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দেখা যায় আনন্দের জোয়ার।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টায় কলেজ সংলগ্ন হলুদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য মিছিল। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে মিছিলটি বোয়ালখালী নতুন বাজার প্রদক্ষিণ শেষে আবার হলুদ চত্বরে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন নবগঠিত কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ মামুন।

মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক ঘরোয়া আলোচনা সভা, যেখানে উঠে আসে ছাত্র রাজনীতির চেতনা, ঐক্য ও ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা। বক্তব্য দেন ছাত্রদলের পূর্ববর্তী কমিটির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। নবীন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তারা দলীয় আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।

আনন্দ মিছিল ও আলোচনায় অংশগ্রহণ করে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছিল চোখে পড়ার মতো উৎসাহ-উদ্দীপনা। মিছিল থেকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

এই সময় নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইমন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন সরকার, সহ-সভাপতি মো. সীমা আক্তার, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবির দাশ, যুগ্ম-সম্পাদক মো. রবিউল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল আরিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আরাফাত ও মোছা. ময়না আক্তার।

প্রসঙ্গত, সোমবার (২৬ মে) খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।