নুরুল আবছার নূরী,ফটিকছড়ি,চট্টগ্রাম :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন তিনি বলেন
পৌরসভার নাগরিকের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। নাগরিকগণ যাতে ভোগান্তির শিকার না হয় সেই দিকে নজর দেওয়ার আহবান জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন।
২৭ মে মঙ্গলবার বিকেল পাঁচটার সময় চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার কার্য্যালয় পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন, এই সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, নাজিরহাট পৌরসভার প্রশাসক মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার সিনিয়র সচিব ও ফটিকছড়ি উপজেলার সাবেক সহকারী কমিশনার ভূমি ও নাজিরহাট পৌরসভার সাবেক প্রশাসক মোঃ মেজবাহ উদ্দিন,পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ।
এর আগে বিকেলে নাজিরহাট পৌরসভার কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন এসে পৌছলে পৌরপ্রশাসক মোঃ নজরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচছা জানা। পরে তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়ন এবং পৌরবাসীর সেবা নিশ্চিতই এর উপর গুরুত্ব আরোপ করেন।অবৈধ দখলদারদের উচ্চেধ, ময়লা আর্বজনা পরিষ্কার ব্যপারে তিনি কথা বলেন পৌরসভা সদর নাজিরহাট বাজারে রাস্তার উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্হা নিতে প্রশাসককে নির্দেশ দেন।