মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে শীর্ষক আলোচনা, সম্মাননা প্রদান ও প্রীতিভোজের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র অভিষেক অনুষ্ঠান।
২৮ মে বুধবার সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুম মিলনায়তনে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি রানা ইস্কান্দার রহমানের সভাপতিত্বে এবং সংস্কৃতি কর্মী ও রাজনীতিবিদ শফিকুল ইসলাম রুবেলের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার এন ডিসি তাপস চক্রবর্তী তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার।
বক্তব্য রাখেন সাবেক ভিপি আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, জেলা মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া, সহ সভাপতি ছালাম আশেকী, মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদের সকল সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিথিবৃন্দ। এছাড়া সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে মাহবুব মিয়ার পুত্র মুরাদ মন্ডল, সালাম সান ডেমিরেল রুবেলের পুত্র সাহাদ প্রামানিক, ছালাম আশেকীর পুত্র আনোয়ার হোসেন ও শাহজাহান সিরাজের পুত্র আব্দুল্লাহ আল রোকনকে মেধাবী শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, সালাম সান ডেমিরেল রুবেল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, কোষাধক্ষ্য মুস্তাফিজুর রহমান খান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক সাগর রহমান, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক এ কে এম নুরুল আমিন, কার্যকরী সদস্য জাকারিয়া হাসান সুমন, মোস্তফা কামাল সুমন, শাহ আলম মিয়া কিনু, সুজা মিয়া, আলাউদ্দিন মজুমদার শাহিন, মনিরুল হক মনি, সাধারণ পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হোসেন জিমু, আনছারুজ্জামান, নাজমুল হোসেইন আকন্দ সবুজ, আমিনুল ইসলাম মিঠু, মমতাজুর রহমান বাবু, আসিফ ফয়সাল লেলিন ও মাসুদ রানা।