ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিল ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার

Link Copied!

তরফদার মামুন:মৌলভীবাজার

অদ্য রোজ বুধবার ২৮-০৫- ২৫ইংরেজি
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে এক গুরুত্বপূর্ণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: ইসরাইল হোসেন।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মহিউদ্দিন মজুমদার এবং সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের ফিল্ড কর্মকর্তা মো: ইয়াহিয়া আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন

জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মো: আব্দুল হক
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো: ফারুক আলম।
সভায় জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলামের শান্তির বাণী তুলে ধরে বক্তারা বলেন, সন্ত্রাস ও উগ্রতা ইসলাম সমর্থন করে না, বরং সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতা ইসলামের মূল শিক্ষা।