মোঃ আমির হোসেন সোনারগাঁ:
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সেখানে
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণসহ আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে বিশেষ ভাবে আয়োজন করে পক্ষ।
অনন্য মেধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি ১৯১৪ খ্রিষ্টাব্দের ২৯ ডিসেম্বর ময়মনসিংহের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এই মহান শিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর অসাধারণ শিল্পমানসিকতা ও স্বপ্নময় কল্পনাশক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার আন্দোলনে তিনি নিজেকে সক্রিয়ভাবে জড়িত করেন।
জয়নুল আবেদিন আধুনিক চিত্রকলার অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব। প্রকৃতি ও মানুষের জীবন সংগ্রাম তাঁর স্বকীয় অংকনশৈলীতে অনায়াসে মূর্ত হলো সার্বজনীনতা নিয়ে। তিনি হয়ে উঠলেন জনমানুষের শিল্পী।
জয়নুল আবেদিন আমাদের মধ্যে দেশপ্রেম ও সৌন্দর্য – চেতনা জাগ্রত করে গেছেন, তাঁর প্রতি আমাদের ঋণ অপরিসীম। প্রয়াণ দিবসে সোনারগাঁও জাদুঘরের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসুচিতে সমাধি/ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।