ঢাকাবুধবার , ১২ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুরে টিলা কাটার দায়ে বি,এন,পি’র নেতাসহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশ দপ্তরের মামলা

admin
নভেম্বর ১২, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী, ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের টিলা কাটার ঘটনায় বি,এন,পি’র নেতসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত১০ নভেম্বর সোমবার সরজমিনে পরিদর্শনের শেষে পরিবেশ দপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রিসোর্স কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন ভুজপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন ভুজপুর থানার বি,এন,পি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম(৫০),সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ (প্রকাশ পোলট্রি মামুন)(৩৬),মোঃ সিরাজুল ইসলাম (৫৫), মোঃ শাহাদাত হোসেন (ভাগিনা শাহাদাত) (৩২) ও মিয়া সওদাগর (৫৫)।তার উভয় দাতঁমারা ইউনিয়নের বাসিন্দা। এর আগে ২৯ অক্টোবর দৈনিক প্রভাত টাইমসে টিলা কেটে সাবাড় বি,এন,পি’র নেতার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। দাতঁমারা ইউনিয়নের সোনারখিল মৌজার অধিনে বালুখালী চামারঘোনার মনাইয়াইর দোকান এলাকায় ইউনিয়ন সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ (প্রকাশ পোলট্রি মামুন) নেতৃত্বে টিলা কাটার কার্যক্রম চলছে। মামুন ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আজমের অনুসারী বলে জানা গেছে। টিলার মাটি ট্রাকে করে নেওয়া হচ্ছে স্হানীয় ব্যবসায়ী শাহাদত হোসেন ওরপে ভাগিনা শাহাদাত ও গাছ ব্যবসায়ী মিয় সওদাগরের ফসলি জমি ও বাড়িভিটার কাজে। গত এক সপ্তাহ ধরে বি,এন,পি’র নেতার নেতৃত্বে প্রকাশ্য খাস সরকারি অধিভুক্ত টিলা কর্তন ও পাচার করলে ও প্রশাসনের নিষ্কৃয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

গত ২৬ অক্টোবর রাতে টিলা কাটার সময় মাটি চাপা পড়ে মোঃ আরিফ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এরপর এলাকা বাসী টিলা কাটার বিরুদ্ধে সোচ্চার হন।

মামলার আসামি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা রিসোর্স কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন বলেন পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই নির্বিচারে পাহাড় ও টিলা কর্তনে পরিবেশ পতিবেশগত ব্যবস্হার মারাত্মক ক্ষতি করেছে বিবাদীরা: যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ( সংশোধীত২০১০) এ ধারা ৬(খ)ও ১২ ধারা যা উক্ত আইনের ধারার ১৫ উপধারা ১ এর বর্ণিত টেবিলের ক্রম ৫ও১২ অনুযায়ী শাস্তিযৌগ্য অপরাধ। পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধারা অব্যহত থাকবে।