নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বি.সি.এস.) ৪৯তম (বিশেষ) পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মেধাক্রমে দ্বিতীয় স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
ইসমাইল হোসেনের গাউছুল আজম মাইজভান্ডারি, আজিম নগর (মাইজভান্ডার) থেকে দাখিল পাশ করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসায়। পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সফলভাবে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
নিজের এই অর্জনকে আল্লাহর অসীম কৃপা ও রহমতের ফল বলে উল্লেখ করে তিনি বলেন
“আলহামদুলিল্লাহ! আল্লাহ তা‘আলার অসীম কৃপা ও রহমতে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) সাধারণ শিক্ষা ক্যাডার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) তে সুপারিশপ্রাপ্ত। মেধাক্রম: ২য়। এই সাফল্যের জন্য সর্বপ্রথম শুকরিয়া মহান রবের, যিনি সবকিছুই সহজ করে দিয়েছেন। কৃতজ্ঞতা আমার পরিবার, শিক্ষকদের, শুভাকাঙ্ক্ষী এবং সকল দোয়া-সহায়তায় থাকা মানুষদের প্রতি।”
তার এই অসাধারণ অর্জনে শিক্ষক, সহপাঠী ও স্থানীয় সমাজের মানুষরা গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। তাদের মতে, ইসমাইল হোসেনের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

