নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা
এক শতবর্ষী বৃদ্ধের ৮ ছেলে(১ জন প্রয়াত),
জীবন শায়াহ্নে এসে পবিত্র ওমরাহ হজ্ব করার নিয়ত করেন। যথারীতি ছেলেদের কাছে টাকা চান। ছেলেরা সামান্য কিছু যে আর্থিক কন্ট্রিবিউশান করতে চান তাতে হজ্বের খরচ হয় না।
অগত্যা বৃদ্ধ সিদ্ধান্ত নেন তার জমি বিক্রি করবেন। বিক্রি করেন তাও এক ছেলের কাছে।
তাতে বাকি ছেলেরা ক্ষিপ্ত হয়ে যায় ঐ ভাই ভালো জমিটা পেয়ে গেছে জেনে।
বাকি ছেলেরা এবার বৃদ্ধের জীবন মোটামুটি দুর্বিষহ করে তোলে, মারার হুমকিও দেয়। স্থানীয় সমাজের নেতারা বসেন, সমাধান হয়না।
এলাকার কিছু সচেতন নাগরিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টিগোচর করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বৃদ্ধের বাড়িতে উপস্থিত হয়ে সবার উপস্তিতিতে বক্তব্য নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃদ্ধের ছেলেদের কঠোর ভাষায় সতর্ক করেন এবং ভবিষ্যতে তারা তার বাবার ব্যাপারে কোনরুপ অবহেলা, হুমকি, অযত্ন করলে প্রচলিত আইন মোতাবেক ব্যাবস্থা গ্রহণের কথা মনে করিয়ে দেন।
তিনি আগামী ১৬ নভেম্বর আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা, যাওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জড়িয়ে ধরে হয়ত নিজের কষ্ট কমিয়ে হালকা হতে চাইলেন তিনি।

