ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী যুবক কে হত্যার আসামিদের কে গ্রেফতারের দাবি তে এলাকাবাসীর মানববন্ধন

admin
নভেম্বর ১৮, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫

ঝিনাইদহে প্রবাসী যুবক মাহবুব হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী।

এতে ব্যানার-ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন ও স্ত্রী শম্পা খাতুনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা বলেন, প্রবাসী মাহবুব হোসেন হত্যার চার দিন পেরিয়ে গেলেও মাত্র একজন আসামি গ্রেফতার হয়েছেন। বক্তারা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।