ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলিকা সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৮, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

 

শুদ্ধচেতনা প্রকাশন থেকে প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে শিক্ষা বিষয়ক সাময়িকী ‘কলিকা’।
প্রাথমিক শিক্ষা-সংশ্লিষ্ট এই সাময়িকীতে স্থান পেয়েছে ফটিকছড়ি উপজেলাসহ দেশের পনেরো উপজেলার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের রচিত প্রবন্ধ, গল্প, ছড়া-কবিতা, বিদ্যালয় প্রতিবেদন এবং শিক্ষার্থীদের রচিত ছড়া ও চিত্রাঙ্কন।

সাময়িকীটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় ফটিকছড়ির শহীদ শফিকুন নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তন-এ। ফটিকছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জনাব হাসান মুরাদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. আলাউদ্দীন।

অনুষ্ঠানে উপজেলার দুইশত ঊনত্রিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব নাসির উদ্দীন চৌধুরী, জনাব ফরিদুল আলম,জনাব রঞ্জিত কুমার ভট্টাচার্য্য,জনাব জোহরা খানম আকলিমা, জনাব বিদ্যুৎ বড়ুয়া, জনাব আমির হোসেন, সহকারী শিক্ষক জনাব জাহেদ হাসান চৌধুরী।

বক্তারা বলেন, অনেক শিক্ষকই লেখালেখির সঙ্গে যুক্ত, কিন্তু সঠিক প্ল্যাটফর্মের অভাবে নানা সীমাবদ্ধতা থাকে। ‘কলিকা’ সেই সুযোগ করে দেবে। শিক্ষার্থীরাও উৎসাহ পেলে লেখালেখি ও শিল্পচর্চায় নিজেদের প্রতিভা বিকশিত করতে সক্ষম হবে। তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষক–শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য ‘কলিকা’ একটি অনন্য পাঠগ্রন্থ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।