ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের চৌধুরী ইমামউদ্দীন নূরী

admin
জানুয়ারি ১৩, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী, ফটিকছড়ি প্রতিনিধি:

​জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মুহাম্মদ ইমামউদ্দীন নূরী। ​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

​প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক ও কলেজ) নির্বাচিত হয়েছে পূর্ব ধলই খাদিজা মালেক স্কুল এন্ড কলেজ। মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান হয়েছেন একই প্রতিষ্ঠানের মুহাম্মদ ফিরোজ আলম।

​অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষার্থীর তালিকায় রয়েছেন আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সিনথিয়া সামিরা। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝর্ণা রানী পাল শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক এবং মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ শহীদুল আলম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হয়েছেন।

​চৌধুরী মুহাম্মদ ইমামউদ্দীন নূরীর এই অর্জনে বাগানবাজার উচ্চ বিদ্যালয়সহ সংশ্লিষ্টরা মনে করেন তার প্রচেষ্টা এই ফলাফলের মাধ্যমে দৃশ্যমান হয়েছে।