ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুরে পতিতাপল্লী আগুনে পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মোঃ তুহিন ( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)
এপ্রিল ১৭, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তুহিন ( চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসায় পতিতা পল্লী খুলে বসেছিল এক মহিলা। এলাকাবাসী দীর্ঘদিন যাবত বলার পরও তা বন্ধ করেনি সে।তাই ক্ষুব্ধ  হয়ে ওই মহিলার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ভোলাহাট ও রহনপুর ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামে  এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত নওসাদ আলীর মেয়ে বেলনা (৩২) তার বাড়িতে বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে এসে দেহব্যবসা করাতো। বিষয়টি এলাকাবাসী তাকে বার বার সতর্ক করার পরও সে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল।এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল জানান, বিষয়টি গত কয়েকদিন তাকে অবহিত করে।আমি তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিই।কিন্তুু তারা অতিষ্ঠ হয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি।এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি ।