মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় চায়না হাসপাতাল নির্মিত হওয়ার দাবিতে আজ মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ইং বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ১ নং ট্রাফিক মোড় গানাসের সম্মুখে জেলার সকল স্তরের ব্যবসায়ী ও জনগণের আহবানে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গাইবান্ধা বাসী বলেন উত্তরবঙ্গের সবচেয়ে অবহেলিত পশ্চাত্পদ জেলা গাইবান্ধা। বিভিন্ন সময়ে গাইবান্ধার নেতৃবৃন্দের দূরদর্শিতার অভাবে গাইবান্ধায় বড় কোন প্রকল্পের মুখ দেখেনি। আদমশুমারি অনুযায়ী গাইবান্ধায় ২৬ লক্ষ মানুষের বাস, যেখানে গাইবান্ধা সদর হাসপাতালই চিকিৎসার একমাত্র মাধ্যম। এখানে চিকিৎসার অনেক বিভাগ এখনো খোলা হয়নি, নেই বিশেষজ্ঞ ডাক্তার, নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। দূরদর্শী নেতার অভাবে পার্শ্ববর্তী জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইপিজেড, বিমানবন্দর, কৃষি বিশ্ববিদ্যালয় সহ গ্যাস সংযোগসহ অন্যান্যই বৃহৎ প্রতিষ্ঠান গাইবান্ধা জেলায় অনুপস্থিতি।গাইবান্ধা কৃষি ইনস্টিটিউটে পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও কৃষি বিশ্ববিদ্যালয় অন্য জেলায় স্থাপিত হয়েছে। হাসপাতাল করার মত পর্যাপ্ত জায়গা রামচন্দ্রপুরে আছে। গাইবান্ধা বাসী ভালো চিকিৎসার জন্য ঢাকা, রংপুর, বগুড়া যেতে হয় যা কিনা সময় ও অর্থের প্রয়োজন।
তারা আরো বলেন -আমরা গাইবান্ধা বাসী গাইবান্ধা জেলাতে চায়না হাসপাতাল নির্মিত হোক সেই জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে গাইবান্ধা বাসী বৃহৎ প্রকল্পগুলো থেকে বঞ্চিত হয়েছে। তাই আর বঞ্চনার স্বীকার হতে চাই না।
গাইবান্ধা জেলার সর্বস্তরের ব্যবসায়ী সহ সকল স্তরের ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক, বিভিন্ন পেশার মানুষকে নিয়ে গাইবান্ধায় চায়না হাসপাতাল বাস্তবায়নের জোর দাবি জানায় তারা।