ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় আন্তজেলা চোর ও ডাকাত দলের সদস্য হালিম গ্রেফতার

মোঃগোলাম রব্বানী, খুলনা
এপ্রিল ২৩, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃগোলাম রব্বানী, খুলনা

খুলনার রূপসায় আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল হালিম (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।
তার বিরুদ্ধে খুলনা ,বাগেরহাট ও যশোর জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ফেব্রুয়ারি থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে গভীর রাতে কুদির বটতলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েক ব্যক্তি নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামস্থ ফরিদের মোড় হইতে মিনা বাড়ীর মোড়ে বাবলু শেখ এর বাড়ীর পূর্ব পার্শে ডাকাতি প্রস্তুতি করছে।

এমন সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই ইমরান খান ও এস আই আশরাফুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স অভিযান চালিয়ে সোহেল শেখকে আটক করে এবং অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়।
আটক সোহেল শেখের দেহ তল্লাশিকালে তার পিঠে বাধানো কালো রংয়ের কাপড়ের ব্যাগের মধ্যে হতে
একটি লোহার তৈরি হাসুয়া, একটি লোহার প্লাচ, একটি লোহার তৈরি ছোরা,একটি কালো রংয়ের কাটা রাবারের টিউব, কোমরে গোজা অবস্থায় একটি লোহার তৈরি ছেনি,
একটি কাঠের হাতলযুক্ত চাইনিজ কুড়াল,
ডাকাতি করার কাজে ব্যবহৃত একটি বাজাজ সিটি ১০০ রেজিষ্টেশন বিহীন মটর সাইকেল উদ্ধার করা হয়।

আটক সোহেল কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় তিনটা মোটরসাইকেল যোগে সেসহ উপরোক্ত পলাতক আসামীরা উক্ত স্থানে উপস্থিত হইয়া পূর্ব হইতে সেখানে উপস্থিত থাকা অজ্ঞাত নামা ১৪/১৫ জন আসামী পরস্পর যোগসাজসে একত্রিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ পূর্বক ডাকাতি সংগঠিত করার জন্য ঘটনাস্থলে সমবেত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইটি মটর সাইকেল যোগে এবং অন্যান্য আসামীরা দৌড়িয়ে পালিয়ে যায় । এছাড়া আব্দুল হালিম আন্তজেলা চোর ও ডাকাত দলের সক্রিয় সদস্য বলিয়া জানা যায়। তার বিরুদ্ধে যশোর জেলার মনিরামপুর, চৌগাছা থানায়
বাগেরহাট এর ফকিরহাট ,
কেএমপি এর হরিণটানা ও খুলনার রূপসা থানায় একাধিক মামলা রয়েছে।

একাধিক মামলার আসামি হালিমকে থানা পুলিশ ২৩ এপ্রিল সকাল ১০টায় উপজেলার নৈহাটি ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করে।