মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার মান উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার স্কুল পরির্দশনে মাঠে নেমেছেন। শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষানুরাগী ব্যক্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৮ এপ্রিল) তিনি নান্দাইল্ উপজেলার রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ঢুকে শিক্ষার্থীর সঙ্গে প্রথমে শুভেচ্ছা বিনিময় করেন। পরে শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর সহ শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত স্কুলের আসার জন্য অনুপ্রেরণামূলক বিভিন্ন বার্তা দেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে তিনি মতবিনিময় করেন। এসময় রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহম্মেদ তুহিন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরির্দশন শেষে পথিমধ্যে একটি হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করে মাদ্রাসার ছাত্রদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যত। আর শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে জাতির মূল ভিত্তি তথা মূল শিকড়। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ উপস্থিতি নিশ্চিত সহ মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরী করা আমাদের দায়িত্ব। নান্দাইল উপজেলার শিক্ষা ব্যবস্থাকে মডেল হিসাবে গড়ে তুলতে এই চেষ্টা অব্যাহত থাকবে।
ছবি-সংযুক্ত
মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
তাং- ২৮/০৪/২০২৫ইং
০১৭১৫-৮১৯৭০৯