ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নবীনগর রাধিকা সড়কে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণহানী

Link Copied!

 

মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর ২৯ এপ্রিল মঙ্গলবার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে রাধিকা মহাসড়কের ধনাশী নামক স্থানে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত উজ্জ্বল নবীনগর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন। তার বাবার নাম মুস্তফা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল মঙ্গলবার সকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ধনাশী এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, সড়কে নিয়ম না মেনে চলাচল করায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।