ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ডিবি চেকপোস্টে ইয়াবা সহ ইয়াবা কারবারী আটক, ২০০ পিস ইয়াবা উদ্ধার

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৯ শে এপ্রিল ২০২৫
ঝিনাইদহ সদরের পদ্মাকর ইউনিয়নের লক্ষ্মীপুর নামক স্থান থেকে ৩ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিম (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুর ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষ্মীপুর ইটভাটার সামনে থেকে একটি চলন্ত বাস থামিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহিম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৌচ কৃষ্ণপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহণের একটি বাসে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর নামক স্থানে চেকপোস্ট বসায় তারা। এ সময় বাসে তল্লাশি করে তারা রহিমের কাছ থেকে চেইনে আবদ্ধ ১৫টি পোটলা জব্দ করে । পোটলা খুলে দেখা যায় একেকটি পোটলায় ২০০ পিচ করে ইয়াবা রয়েছে। পরে ৩ হাজার পিচ ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করা হয়।

পরে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আটক যুবককে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির এ কর্মকর্তা।