ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত ১০ জন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
৩০ শে এপ্রিল ২০২৫
ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা ।

বুধবার দুপুরে সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর নামে একজন এর অবস্থা সংগঠন বন্যা হয় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় আহত হয়েছেন একই পরিবারের ছয়জন। এ ঘটনায় নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের শমসের মোল্লার ছেলে।

হামলায় আহতরা হলেন – আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন, নাহিদ। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে এলাকায় পুলিশ আসার খবরে আলিমুদ্দীনের সমর্থকরা নিরাপদ স্থানে চলে যায়। কিন্তু সুযোগ বুঝে আহাম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ আলিমুদ্দীন গ্রুপের সদস্য মোশাররফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে সাতজনকে গুরুতর জখম করে। এর মধ্যে মোশাররফ হোসেন ঝিনাইদহ সদর হাসপাতালে মারা যান।

এ ঘটনার পর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ দিঘীরপাড় গ্রাম পরির্দশন করেছেন।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সামাজিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে।