ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর থানার নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মোঃ সাইদুর রহমান সাঈদ (৪৫), একই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে মোঃ সবুজ মন্ডল (৪০)।

শুক্রবার (০৯ মে) দিবাগত রাত ৪টার সময় রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে।
শনিবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব বলেন, সেনাবাহিনী রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়ানদিয়া গ্রামের মোঃ সাইদুর রহমান সাঈদ ও মোঃ সবুজ মন্ডলদের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করার জন্য অবস্থান করে। তাদের সাথে যৌথ অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানার এসআই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স সহ রওনা হয়। সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে তাদের বাড়ি থেকে আটক করেন।  তাদের জিজ্ঞাসাবাদ করে মোঃ সাইদুর রহমানের দেখানো মতে রাজবাড়ী সদর থানার নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনে বাগানের মধ্যে পাটকাঠির গাদার মধ্যে একটি লোহার তৈরী বিদেশী পিস্তল, একটি লোহার তৈরী ম্যাগাজিন, ২ রাউন্ড এ্যামোনেশন গুলি। সবুজ মন্ডলের দেখানো মতে চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এসআই মোঃ আসাদুজ্জামান আলামত জব্দতালিকা মূলে জব্দ করে ধৃত মোঃ সাইদুর রহমান সাঈদ, মোঃ সবুজ মন্ডলদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় শনিবার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।