ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ১০, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় মোহাম্মদ আলী মোল্লা (৫৫) কে গ্রেপ্তার করেছে।
তিনি গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বারের পাড়ার মৃত আব্দুল মোল্লার ছেলে এবং গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য।

শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার সময় গোয়ালন্দ থানার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বারের পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ৫ আগস্ট বেলা সাড়ে ১২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ১০০-১৫০জন শিক্ষার্থী অবস্থান করে কোটা আন্দোলনের শ্লোগান দিতে থাকে। এসময় আগ্নেয়াস্ত্র, ককটেল নিয়ে সরে যেতে বলে। রাজি না হওয়ায় হামলা চালায়। এসময় জোবায়দা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়শা, সিনথিয়া, আসমা খাতুন, আদব পাঠান, নাঈম বিশ^াস, কাওসার গাজী, ইব্রাহিম মল্লিক, তাওহীদ রাব্বি, মুন্না, বিল্লাহ হোসাইন, মেহেদী হাসান হৃদয়, বিল্লাল, মুরসালিন শেখ, রুমন ইসলাম, জিসান দেওয়ানকে মারধর ও কুপিয়ে জখম করে। এলোপাথারী গুলিবর্ষণ করে। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়শা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হুসাইন ও বিল্লালদের শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর জখম হয়। এসময় ৮-১০টি ককটেল নিক্ষেপ করে। পুলিশসহ স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ জিসান খান বাদী হয়ে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০-৬০জনকে আসামী করে মামলা দায়ের করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, আসামী গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।