ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর একাডেমিক শিক্ষা সমন্বয় সভা অনুষ্ঠিত

Link Copied!

নুরুল আবছার নূরী চট্টগ্রাম ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর একাডেমিক বিভাগের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিক পর্যালোচনা ও অগ্রগতি সাধনে বিদ্যাপীঠের সম্মানিত পরিচালক ও শিক্ষকদের উপস্থিতিতে নিয়মিত এক সমন্বয় সভা ১১ মে ২০২৫ খ্রি. রোজ রবিবার সকাল ১০ টায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর সম্মানিত চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আলম, জামাল হোসেন ও মোহাম্মদ আহমদ উল্লাহ তালুকদার। সভার মুখ্য আলোচনা করেন বিদ্যপীঠের চীফ কো-অর্ডিনেটর এম. কামরুল হাসান চৌধুরী।
ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আলী আজগরের সঞ্চালনায় সভায় শিক্ষকদের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, ইসমত আরা,নির্মল ত্রিপুরা, ঈশান কুমার নাথ, ইয়াছিন আরাফাত,সাদীয়া জান্নাত মীম,হাসনা হেনা কহিল,আশরাফুল ইসলাম সৌরভ,জাবেদ হোসেন, রোকসানা আক্তার, নোশিন শারমিন, উম্মুল খায়ের ইনা,ওমর ফারুক চৌধুরী জেকি প্রমুখ।
সভায় সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী মহোদয় সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং বিদ্যাপীঠের মান সম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনায় নিত্যনৈমত্তিক যে কোন জটিলতা খুবই দ্রুত নিরসন করে উত্তরণে সকলকে আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান। তিনি আরো বলেন, ফটিকছড়ি পৌরসদরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিগত ১০ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এই বিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা সরকারি – বেসরকারি বৃত্তি সহ সকল প্রকার পরীক্ষায় অংশগ্রহণ করে বরাবরই সর্বাধিক সাফল্য অর্জন করে চলেছে। যা সমগ্র উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক প্রশংসনীয় অবদান রাখছে। তাই ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে যুগোপযোগী আরো অগ্রগতি সাধনে তিনি উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এক্ষেত্রে পরিচালকদের পক্ষ থেকে সকল প্রকার প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি জানান। পরিশেষে, তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

উল্লেখ্য যে, সম্প্রতি ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর সম্মানিত চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক উপজেলার গোপাল ঘাটা নূর উল উলুম গাউছিয়া মুনিরীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যাপীঠের পরিচালক ও শিক্ষকদের পক্ষ থেকে হৃদয়জ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়।