রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ী সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মোঃ আসলাম মিয়া।
এ বছরের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মুজিবুর রহমান। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ সহ জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
অ্যাড. আসলাম মিয়া বলেন, বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে দুটি জেনারেটর দেওয়া হবে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা সব সময় পাশে থাকব।
তিনি আরও বলেন, রাজবাড়ী-১ আসনের জনগণের সেবায় কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার আশা রাখি।
অনুষ্টানটির সঞ্চালনায় ছিলেন খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সি আব্দুল জব্বার।