ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

Link Copied!

মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি)

আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, মোবারকপুর, মনাকষা, দুর্লভপুর, পাঁকা, চককির্তী ও দাইপুকুরিয়া ইউনিয়নের ১৭ টি অগ্নিসংযোগের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা হারে ও ২টি সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হারে মোট ১৯টি পরিবারকে ১৭৭,৫০০/- (এক লাখ সাত্তার হাজার পাঁচশত) টাকা আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

ক্ষতিগ্রস্ত পরিবারের গুলোর মাঝে চেক প্রদান করেন, মো. আজহার আলী, উপজেলা নিবার্হী অফিসার; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

ইউএনও আজহার আলী বলেন, শিবগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও সড়ক দুর্ঘটনায় নিহত মোট ১৯টি পরিবারকে আমরা দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই আর্থিক সহযোগিতার চেক তুলে দিয়েছি। এই সহযোগিতা পেয়ে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি বিশ্বাস করি। উপজেলা প্রশাসন জনগণের সেবায় সদাসর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর।