মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ভিক্টর ভিলেজ নামের এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর মাখন বাবুর চরে এ অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ। অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে ভিক্টর ভিলেজের মালিক রুহুল আমিনকে ২লক্ষ টাকা জরিমানা করেন।
অভিযানে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর এবং গোয়ালন্দ ঘাট থানার সদস্যরা সহযোগিতা করেন।
রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ বলেন, দীর্ঘদিন ধরে ভিক্টর ভিলেজ নামের প্রতিষ্টানটি নিয়ম বহির্ভূতভাবে পরিবেশদূষণ কার্যক্রম পরিচালনা করছিলেন। যা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, গোয়ালন্দ উপজেলার উজানচরের ভিক্টর ভিলেজকে পরিবেশগত নানা অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালতে ২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।