মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলার ব্যবস্থাপনায় ১২ মে থেকে ১৬ মে ২০২৫ ইং পর্যন্ত গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ২৮৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।
১২ মে সকাল ৯ টার মধ্যে কোর্স ভ্যানুতে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত হয়। সকাল ১০ টায় উক্ত কোর্স এর শুভ উদ্বোধন করেন জনাব সালাহ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা।
এবারের কোর্সে ৪২ জন প্রশিক্ষণার্থী করেন। উক্ত কোর্সের কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কোহিনুর ইসলাম(এলটি)- প্রধান শিক্ষক(অবসর), বোড়াগাড়ি ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডোমার, নীলফামারী।
প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন –
১.জনাব বিনয় কুমার রায় (এল.টি)
২.জনাব মোছাঃ জিন্নাতুল ফেরদৌসী(এ.এল.টি)
৩.জনাব মোঃ সাইফুল ইসলাম (এ.এল.টি)
৪.জনাব শাহ মোহাম্মদ শফিউর রহমান (এল.টি)
৫.জনাব সাইফুর চৌধুরী (উড ব্যাজার)
৬.জনাব মোঃ আকমল হক আকন্দ (উড ব্যাজার)
৭.জনাব মোছাঃ নতুন বেগম (উড ব্যাজার)
১২ মে থেকে ১৬ মে ভোর থেকে গভীর রাত পর্যন্ত কোর্স ভেন্যুতে প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাগণের পদচারনায় মুখরিত ছিল। প্রোগ্রাম সূচি অনুযায়ী প্রতিদিন সকালে ঘুম থেকে জাগরণ,বিপি পিটি, তাবু প্রদর্শন, পতাকা উত্তোলন, স্কাউটিং বিষয়ক সেশন, পতাকা নামানো এছাড়াও স্কাউট ওন,হাইকিং, পাইওনিয়ারিং এবং দীক্ষা প্রদান করা হয়।
১৬ মে সকল প্রশিক্ষণার্থীকে দীক্ষা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্ব স্কাউটের সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন অংশগ্রহণকারী প্রত্যেক প্রশিক্ষনার্থী একজন স্কাউট ইউনিট লিডার।
১৬ মে রাত ৮ টায় অনুষ্ঠিত হয় স্কাউটদের মজার ও আনন্দের অনুষ্ঠান মহা তাবু জলসা। জনাব মোঃ এহসানুল হক কবীর -প্রধান শিক্ষক গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় এর সভাপতিত্বে মহা তাবু জলসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস কমিশনার জনাব মোছাঃ রাশেদা বেগম এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা, উপজেলা ও দিনাজপুর অঞ্চলের স্কাউটের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে গাইবান্ধা জেলা স্কাউটের সাফল্যের কথা তুলে ধরে কোর্স পরিচালনাকারী, কোর্স লিডার ও প্রশিক্ষকবৃন্দের ভূয়সী প্রশংসা করে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে স্কাউটিং কার্যক্রম কে আরো গতিশীল করার জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
পরের মশাল দিয়ে আগুন দৌড়ের মাধ্যমে উক্ত তাবু জলসার উদ্বোধন করেন। এ সময় সকলেই এক কন্ঠে গেয়ে ওঠেন “ক্যাম্প ফায়ার সংগীত “।
তাঁবু জলসায় কোর্স অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ ও রোভার উপদল ভিত্তিক নাটক, গান, অভিনয়, জারি গান, নৃত্য ইত্যাদি পরিবেশন করে। অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। এতে অংশ নেয় সকল প্রশিক্ষণার্থীসহ আগত অতিথিবৃন্দ। সনদপত্র বিতরণ এবং নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জীবনকে স্কাউটিং এর আলোয় আলোকিত করে সমস্ত প্রকার অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রেখে সুষ্ঠু ও সুন্দর শৃঙ্খলভাবে ইউনিট পরিচালনা করার এমন প্রত্যাশায় ১২ মে থেকে ১৬ মে ২০২৫ ইং পর্যন্ত অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ২৮৪ তম কাব স্কাউট ইউনিট লিডার বেশী কোর্স গাইবান্ধা এর সমাপ্তি ঘটে।