জয়দেব আচার্য্য নিকলী (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের নিকলীতে বেয়াতির চর দাখিল মাদ্রাসার সুপার কে নানাভাবে হেনস্তা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন ছাত্র শিক্ষক ও আপামর জনতা। জানা যায় কিছুদিন যাবত মাদ্রাসার সুপার আলহাজ্ব মোহাম্মদ আব্দুল কাইয়ুম হুসাইনীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও হেনস্তা করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে কিছু লোকজন। দীর্ঘ ৩০ বছর সুনামের সহিত মাদ্রাসায় শিক্ষাদানের পর জীবনের শেষ পর্যায়ে এসে এমন অন্যায় ও ষড়যন্ত্রের শিকার হতে হবে তিনি কখনো ভাবেননি, এমন মিথ্যা অপপ্রচার সহ্য করতে না পেরে তিনি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন এ বিষয়ে জানতে চাইলে উক্ত মাদ্রাসার দপ্তরি সিদ্দিকুর রহমান বলেন মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম স্যার এই মাদ্রাসায় আসার আগে থেকে আমি মাদ্রাসায় চাকরি করি আমার দীর্ঘ চাকুরী জীবনে আমি কখনো স্যারকে কোন অন্যায় কাজ করতে দেখি নাই মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কাজে স্যার কখনো কখনো নিজ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন নিয়োগ বাণিজ্য বিষয়ে জানতে চাইলে উক্ত বিদ্যালয় এর গণিত শিক্ষক ফখরুদ্দিন মোবারক শাহ বলেন আমাদের সুপার আমার কাছ থেকে চাকুরী দিয়ে কোন টাকা নেয়া তো দূরের কথা এক কাপ চাও খাননি তিনি ।শিক্ষিকা পম্পা সাহা বলেন সুপার স্যার অত্যন্ত সাদা মনের একজন মানুষ, সরল মানুষ তিনি মাদ্রাসার উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে আমাদেরকে নিয়ে বসে পরামর্শ করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। উক্ত প্রতিষ্ঠানের আরেক শিক্ষক মুক্তার উদ্দিন বলেন আমি চাকরিতে জয়েন করার পর স্যারের বাসায় মিষ্টি নিয়ে গিয়েছিলাম স্যার তাৎক্ষণিক আমার মনের দিক বিবেচনা করে মিষ্টি ফেরত না দিয়ে পরদিন আমার বাসায় মিষ্টি পাঠিয়ে দিয়ে মুঠোফোনে বলেন চাকুরী উপলক্ষে মিষ্টি খাব না অন্য সময় খাওয়া যাবে। এ বিষয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক ছাত্র গণ বলেন সুপার
স্যার একজন সাদা মনের মানুষ তার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচারে আমরা ব্যতীত হয়েছি তাই প্রতিবাদ করতে রাস্তায় নেমে এসেছি তদন্ত সাপেক্ষে স্যারের বিরুদ্ধে অপপ্রচার ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন আপামর জনতা।
জয়দেব আচার্য্য নিকলী প্রতিনিধি ০১৭১০৭৫৫১২০।।।।।।।।।