ঢাকাবুধবার , ২১ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার 

Link Copied!

 মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১মে) সকাল ৮ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর বেপারী বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ । নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের পুত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে- জুনায়েদ মিয়া ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকা গিয়ে চাকুরী করতো। ইতিমধ্যে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করেছে। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে পড়ে। রাতের কোন এক সময় বসতঘরের পাশে আম গাছের সঙ্গে ফাঁসিতে ঝুঁলে তার মৃত্যু হয়। সকালে ছোট শিশুরা আম কুড়াতে গিয়ে জুনায়েদ কে গাছের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে আশেপাশের মানুষজন জড়ো হয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কি কারনে জুনায়েদ ফাঁসিতে ঝুঁলে মৃত্যু হয়েছে সে ব্যাপারে তার পরিবার কিছু জানেন না।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান- জুনায়েদ খুবই শান্তশিষ্ট ছিল। বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল।হঠাৎ করে এমন টা কেন হয়েছে বলা যাচ্ছে না।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন-খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল

নান্দাইল, ময়মনসিংহ।

তারিখ: ২১/০৫/২০২৫