মোঃ আমির হোসেন, বন্দর নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তালতলা এলাকায় মদনপুর-মদনগঞ্জ হাইওয়ে রোডে বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭:৩০ মিনিটের সময় একটি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার চালক মোজাম্মেল (৩০), পিতা: আব্দুর রশিদ, সোনাচোরা এলাকা, নাসিক ২৬নং ওয়ার্ড — গুরুতর আহত হন। অটোরিকশায় থাকা আরও ৪-৫ জন যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহত মোজাম্মেলের বোন জামাই মহসিন মুঠোফোনে সাংবাদিকদের জানান, আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বন্দর থানার এএসআই মোঃ ইলিয়াস হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে পৌঁছে দুটি যানবাহনই পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় কিছু প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এর ভেতরে পাওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চালকের লাইসেন্স জব্দ করা হয়েছে।
পিকআপ চালকের লাইসেন্স জব্দকৃত থেকে তার তথ্য পাওয়া গেছে চালকের নাম মোঃ রাজিব(৩৭), পিতা মোঃ কালাম, সাং দক্ষিণ মোমুরদিয়া
মোমুরদিয়া সড়ক নং ০৩। কাটিয়াডি কিশোরগঞ্জ।
পিকআপ ভ্যান রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন (২৩-৩১১৭)
অটোরিকশার ব্যাটারি মোজাম্মেলের আত্মীয়দের বুঝিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।