ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চাউলের বস্তায় চোলাই মদ, দীঘিনালায় পুলিশের অভিযানে জব্দ

Link Copied!

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি)

প্রতিনিধি: 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চাউলের বস্তায় লুকানো চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বাসস্টেশন এলাকার শান্তি কাউন্টারের সামনে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম শফিক ও এসআই কাজী মো. বখতিয়ার হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে রাস্তার পাশে ফাঁকা অবস্থায় পড়ে থাকা দুটি চাউলের বস্তা তল্লাশি করে ৭০ কেজি চাল এবং ১৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “চাউলের বস্তায় বিশেষ কৌশলে রাখা ৭০ কেজি চাল ও ১৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়রা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাদক ও চোরাচালান নির্মূলে পুলিশ আরও বেশি সক্রিয় হলে এলাকাটি নিরাপদ রাখা সম্ভব হবে। এমন অভিযান অব্যাহত রাখা জরুরি।”