ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় গড়াই নদীতে ভেসে আসা অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে

Link Copied!

মোঃ নুর আলম পাপ্পু

খোকসা কুষ্টিয়াঃ
গত ১৯ মে রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের বামনপাড়া চরে গড়াই নদীর তীরে ভেসে আসা এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়। অবশেষে পুলিশ ও নৌ-পুলিশের তৎপরতায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কান্দাবাড়ি গ্রামের বাসিন্দারা। নিহত নারীর নাম হামিদা খাতুন (৬৫), স্বামী মৃত তমিজ উদ্দিন, গ্রাম: কান্দাবাড়ি, পোস্ট: শিলাইদহ, থানা: কুমারখালী, জেলা: কুষ্টিয়া।

ঘটনার বিবরণ অনুযায়ী, ১৯ মে রাত আনুমানিক ১১:৩০ টার দিকে এক স্থানীয় জেলে গড়াই নদীতে মাছ ধরার সময় ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি খোকসা থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌ-পুলিশকে বিষয়টি জানায়। পরবর্তীতে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।

প্রথমদিকে মরদেহের পরিচয় জানা না গেলেও পরদিন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে নিহতের পরিবারের সদস্যরা কুষ্টিয়া নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরিবার কর্তৃক গতকাল (২০ মে) মরদেহ শনাক্ত করা হয়।

নৌ-পুলিশের একজন কর্মকর্তা জানান, “আমরা ভেসে আসা মরদেহ শনাক্তে আশেপাশের থানাগুলোর সঙ্গে সমন্বয় করেছি এবং পরিবারের সহযোগিতায় পরিচয় নিশ্চিত করেছি।

এদিকে নিহতের পরিবার জানিয়েছেন, হামিদা খাতুন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।