ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ জেলা মৌলভীবাজার, সদর থানা পেল সেরা থানার সম্মাননা

Link Copied!

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।

আজ ২২ মে সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের মাননীয় উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ মুশফেকুর রহমান। তিনি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা’র হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

এছাড়াও, জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তারা অসাধারণ পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হন।

শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর মডেল থানা।
থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান সম্মাননা গ্রহণ করেন।

শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম, যিনি মৌলভীবাজার সদর কোর্টে দায়িত্ব পালন করছেন।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই শিপু চন্দ্র দাস, যিনি শেরপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

এই স্বীকৃতিগুলো মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ অবদানের ভিত্তিতে প্রদান করা হয়।

এই সফলতা জেলার পুলিশ প্রশাসনের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।