মোঃ নুর আলম পাপ্পুঃ
খোকসা, কুষ্টিয়াঃ
আজ দুপুর ১টা ৩০ মিনিটের সময় খোকসা থানার অধীন গণেশপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনের গুরুত্বপূর্ণ এক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আলাউদ্দিন মন্ডল (৭০), পিতা মৃত আজাহার উদ্দিন মন্ডল, সাং-গণেশপুর, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। তার বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, তারিখ-০৯-০২-২০২৫ খ্রি. দায়ের রয়েছে। উক্ত মামলায় তার বিরুদ্ধে ১৯০৮ সালের The Explosive Substances Act এর ধারা ৪/৫/৬ এবং ১৯৭৪ সালের The Special Powers Act এর ১৫(৩)/২৫ডি ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা গণেশপুর থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশ অতিরিক্ত সতর্কতা ও কৌশল অবলম্বন করে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ জানান, “আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।