মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর থানায় কর্মরত নিষ্ঠাবান, সৎ, অত্যান্ত চৌকস, ডায়নামিক, স্মার্ট সিনিয়র সাব-ইন্সপেক্টর / মো: মনিরুজ্জামান, গত ০৭/০৬/২৪ ইং তারিখ যোগদান করে বেস কয়েকটি ক্লুলেস মাডার ডিটেক্ট ও আসামীদের গ্রেফতার সহ এলাকায় মাদক উদ্ধার অভিজান, সাইবার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওয়াতায় এনেছেন।
প্রসঙ্গক্রমে বলা যেতে পারে গাইবান্ধা জেলায় তার কয়েকটি উল্লেখযোগ্য সাকসেস অপারেশন এর কথা-
গত ২৫/০৪/২৫ তারিখ গাইবান্ধায় হত দরিদ্র পত্রিকা বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা হত্যা করে ছিনতাই হওয়া মিশু অটো সহ মুল হত্যাকারীকে র্যাবের সহযোগিতায় গ্রেফতার, গত ১৫/০৪/২৫ তারিখ বৈষম্য বিরোধী জুলাই অভ্যুত্থানে মামলা ১ নম্বর আসামি গাইবান্ধা সদর ১ আসনে সাবেক এমপি সরোয়ার কবির কে পলাতক থাকা অবস্থায় দিনাজপুর থেকে গ্রেফতার করেন, গত ০৯/০১/২৫ তারিখ ডাকাতের হাতে নিহত ডিপুল চন্দ্র এর হত্যাকারি ডাকাত দলকে গ্রেফতার করেন, গত ২৭/১১/২৪ তারিখ কাবিলের বাজার এলাকায় হত্যাকে আত্নহত্যাও বলে চালিয়ে দেওয়া ঘটনার মুল রহস্য উদখাটন করেন ও আসামি কে গ্রেফতার করেন, গত ০১/১১/২৪ তারিখ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করেন এবং গত ২৯/০৬/২৪ তারিখ হাসেম বাজার এলাকায় বদিয়াজ্জামান কে কুপিয়ে হত্যাকারি কে অভিজাত পরিচালনা করে মেইন ০৪ আসামিকে পলাতক অবস্থায় ঢাকা থেকে গ্রেফতার করেন।
গত ১৭/০৫/২৫ তারিখ পুলিশ হেডকোয়ার্টারে এক আদেশ এই ডায়নামিক অফিসার কে রাজশাহী রেঞ্জ এর উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এতে সাধারণ জনগণ, সুশীল সমাজ, স্থানীয় জনপ্রতিনিধিগণ তার এই পোস্টিং এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ জনগণ, সুশীল সমাজ ও জন প্রতিনিধিগণ স্মার্ট সিনিয়র সাব-ইন্সপেক্টর / মো: মনিরুজ্জামান এর পোস্টিং এ এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে মর্মে অনেকেই আশঙ্কা করছেন।