ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে পিতা-পুত্রের বিরুদ্ধে প্রতারণা মামলায় গ্রেপ্তার – ২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
মে ২৪, ২০২৫ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিতা-পুত্রে’র বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে প্রতারণা মামলায় মোঃ বাবুল আক্তার ও মোঃ জিহাদ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতপবার (২২ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে বালিয়াকান্দি থানা পুলিশ গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা উপজেলার সদর ইউনিয়নের জাবোরকোল গ্রামের মৃত মোঃ পীরে মন্ডলের ছেলে মোঃ বাবুল আক্তার (৪২) ও বাবুল আক্তারের ছেলে মোঃ জিহাদ (২৫)।

মামলা সূত্রে জানা গেছে, মোঃ বাবুল আক্তার ও তার ছেলে মোঃ জিহাদ তিরকিস্থান পাঠানোর জন্য দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সাধারণ খেটে খাওয়া মানুষের নিকট বলাবলি করলে জাবোরকোল গ্রামের মৃত খবির উদ্দিন শেখের ছেলে তজিবর শেখ, মোঃ আলী মিয়ার ছেলে মোঃ আসিফ মিয়া, জামাল মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া ও বারমল্লিকা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে মোঃ তৈয়ব আলী মন্ডলের নিকট থেকে প্রথমে ১ লক্ষ টাকা করে ৪ লক্ষ টাকা ও পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ করেন। এরপর ৫৯ দিনের টুরিস্ট ভিসা দিয়ে তিরকিস্থান পাঠিয়ে দেন এবং বাঁকী টাকা গ্রহণ করে। প্রবাসে গিয়ে সেদেশে পুলিশের নিকট ধরা পড়ে দেশে ফিরে টাকার জন্য চাপ দিলে প্রতারকচক্র এরিয়ে যায়। এবিষয়ে বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করলে কোন কাজ না হওয়ায় ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রতিবেদন দিলে ভুক্তভোগী জাবরকোল গ্রামের মৃত খবির উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ বালিয়াকান্দি আমলী আদালতে ৭/১০/২০২৪ইং তারিখে প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪৪০/২৪। ধারা ৪০৬/৪২০/৩৪ পেনাল কোড তৎসহ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ এর ৩০/৩১। বিজ্ঞ আদালত মামলাটি ওসি ডিবি’কে তদন্তপুর্বক প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। দীর্ঘ তদন্তের পর এমামলায় আসামীদের নামে গ্রেপ্তারী পরোয়ানা দেন আদালত। এরই ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার কবেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, আসামীদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় পুলিশ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুরে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।