ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

“অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি: চা শ্রমিকদের উন্নয়নে জামায়াতের অঙ্গীকার”

Link Copied!

মনিরুজ্জামান মনির:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, গতকাল (২৪ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

২৫ মে রবিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, “এমন একটি নির্বাচন হবে, যেখানে ইতিহাস সৃষ্টি হবে। প্রত্যেক ভোটার হাসিমুখে ভোট দিয়ে ফিরবেন। কারও ভোট কেউ দিয়ে আসবে না—এ নিশ্চয়তা দেওয়া হয়েছে।”

জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের স্বচ্ছতা ও সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া মানবিক করিডোর না দেওয়ার বিষয়ে দলের অবস্থান সরকারকে জানানো হয়েছে বলে তিনি জানান।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে। চা শ্রমিকদের মৌলিক অধিকার এখনও নিশ্চিত হয়নি। সরকারকে তাদের দায়িত্ব নিতে হবে। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করব এবং তাদের সন্তানদের প্রতিভা বিকাশে সহায়তা করব।”

তিনি আরও বলেন, “চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনায় যুক্ত করার পরিকল্পনা আমাদের রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই। আপনাদের ডাক দিতে সময় লাগতে পারে, কিন্তু আমাদের পৌঁছাতে দেরি হবে না। আমরা সবাই এই দেশের মালিক।”

উপজেলা জামায়াতের আমির ও সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান, প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. নিজাম উদ্দিন প্রমুখ।

ডা. শফিকুর রহমান দিনব্যাপী কুলাউড়ায় বিভিন্ন দলীয় কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমানের ভাষণে স্বচ্ছ নির্বাচন ও চা শ্রমিকদের অধিকারের প্রতিশ্রুতি যেমন আশার আলো জাগিয়েছে, তেমনি রাজনৈতিক সংলাপের গুরুত্বও ফুটে উঠেছে। তার এই উদ্যোগ শুধু একটি দলের কর্মসূচিই নয়, বরং সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানোর এক মহৎ প্রচেষ্টা। চা বাগানের শ্রমিক থেকে শুরু করে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতের এই অঙ্গীকার যদি বাস্তবায়িত হয়, তাহলে সত্যিই ইতিহাস সৃষ্টি হতে পারে। জনগণের আস্থা ও অংশগ্রহণই হোক আগামীর বাংলাদেশ গড়ার মূলমন্ত্র—এই হোক আমাদের সম্মিলিত কামনা।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান মনির
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
০১৭৭৭৫১৩৭৭৪
[email protected]