মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিন ব্যাপি ভূমি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ২৫ মে,সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস চত্বরে নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভুমি মালিকদের সেবা দ্রুততম সময়ে প্রদানের লক্ষ্যে এ মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মেলায় উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি ও সেবা গ্রহিতাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি রেল স্টেশন-নাচোল বাসস্ট্যান্ড রোড প্রদক্ষিণ শেষে নাচোল উপজেলা ভূমি অফিস চত্বরে সেবা বুথের সামনে ৩ দিন ব্যাপি এ মেলার শুভ উদ্বোধন করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে নাচোল উপজেলা সহ কারি কমিশনা(ভূমি) সুলতানা রাজিয়া উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, নাচোল সদর ইউনিয়নের তোহসিলদার, মোঃ নেজাম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন তোহসিলদার মোঃ সাইফুল ইসলাম, নেজামপুর ও কসবা ইউনিয়নের তহসিলদার মোঃ রবিউল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে চার ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারি, সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া জানান, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও ভূমি মালিকদের হয়রানী এড়ানোর জন্য ভূমি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাঁর নিকট যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি অথবা ইউনিয়ন ভূমি অফিসের তোহসিলদারদের সাথে পরামর্শ নেওয়ার আহ্বান জানান।