*মোঃ সাজেল রানা**ভ্রাম্যমাণ প্রতিনিধি*
ঢাকা, ৯ এপ্রিল: প্রধান উপদেষ্টা এর রোহিঙ্গা বিষয়ক এবং অগ্রাধিকারিক বিষয়ের বিশেষ প্রতিনিধি ড. খালিলুর রহমানকে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পুনর্নির্ধারিত করা হয়েছে।
তিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধির হিসেবে তার কার্যক্রম বজায় রাখবেন। পাশাপাশি, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে কাজ করবেন।
ড. খালিলুর রহমান বলেন, “মান্যবর প্রধান উপদেষ্টার প্রতি তার অবিচল বিশ্বাস ও আস্থা জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পূর্ণভাবে অনুধাবন করি এবং আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ও অগ্রগতির জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব।”
ড. রহমান ১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম নিয়মিত সরকারি সেবা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিদেশি বিষয়) যোগ দেন।
তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে সেবা প্রদান করেন। ১৯৯১ সালে তিনি জাতিসংঘের সেক্রেটারিয়েটে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং পরবর্তী ২৫ বছর ধরে বিভিন্ন শীর্ষস্থানীয় জাতিসংঘের পদে কর্মরত ছিলেন। নভেম্বর ২০২৪ এ, তাকে বিশেষ উপদেষ্টা হিসেবে রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হয়।ড. রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৭ সালে অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। ১৯৮০-৮৩ সালে তিনি ফ্লেচার স্কুল অফ ল, টাফটস ইউনিভার্সিটি এবং কেঞ্জিডি স্কুল অফ গভর্নমেন্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আইন ও কূটনীতি বিষয়ে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।