ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসা ও সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন

মোঃ নুর আলম পাপ্পু,খোকসা কুষ্টিয়া
এপ্রিল ১০, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পু

খোকসা কুষ্টিয়াঃ

আজ থেকে সারাদেশে একযোগে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫। দেশব্যাপী বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। খোকসা উপজেলাতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা শুরু হয়েছে।

খোকসায় পরীক্ষার্থীদের অংশগ্রহণের পরিসংখ্যান

খোকসা উপজেলায় এবারের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২১১২ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। তবে পরীক্ষার প্রথম দিনে ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

খোকসা উপজেলার ৫ টি বিদ্যালয়
জেনারেল থেকে ১,২৬৮ জন, ভোকেশনাল থেকে ৬৪০ জন এবং দাখিল মাদ্রাসা থেকে ২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ২৫ জন অনুপস্থিত ছিল। ফলে ২০৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত থেকে অংশগ্রহণ করেছেন।

খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান জানান, খোকসা উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বলে জানা যায়

খোকসা উপজেলায় পরীক্ষার প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আগামী দিনগুলোতেও পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।