নুরুল আবছার নূরী
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা আজ ১০ এপ্রিল থেকে সারাদেশের ন্যায় সকাল ১০ থেকে ১১টি কেন্দ্রে এস,এস,সি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। আজ প্রথম দিন স্কুলে বাংলা এবং মাদ্রাসার দাখিল পরীক্ষা শুরু হয়েছে। ফটিকছড়ি উপজেলা স্কুল পর্যায়ে ৬টি কেন্দ্র, মাদ্রাসা পর্যায়ে ৩টা ও ভোকেশনাল ২ টি কেন্দ্রে মোট ৫৯৭৬ জন।প্রথম দিন উপস্থিত ৫৮৮৬ জন, অনুপস্থিত ছিল ৯০ জন।ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন আজ থেকে সারাদেশের ন্যায় ফটিকছড়িতে ও ১১ টি কেন্দ্রে খুব সুন্দর সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে পরীক্ষা শুরু হয়েছে। আমি নিজেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখি পরীক্ষার্থীর দিচ্ছে। আশা করি শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে তাদের সুন্দর ভাবে পরীক্ষা দিয়ে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করবেন।