ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) হোসনা আফরোজা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন আসেন ।পরে তিনি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা ও রাণীহাট স্কুল এন্ড কারিগরি কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান,সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম সহ পরীক্ষা সংশ্লিষ্ট অত্র উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উপজেলাজুড়ে মোট ৪০০৬জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি ২ হাজার ৭০১ জন,২টি কেন্দ্রে দাখিল মাদ্রাসা ৮৭৮ জন এবং ২টি কেন্দ্রে ভোকেশনাল ৪২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।