সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ শুরু হয়েছে। পরীক্ষার প্রথমদিন উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) হোসনা আফরোজা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন আসেন ।পরে তিনি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসা ও রাণীহাট স্কুল এন্ড কারিগরি কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা সঙ্গে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান,সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম সহ পরীক্ষা সংশ্লিষ্ট অত্র উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ্য, উপজেলাজুড়ে মোট ৪০০৬জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে এসএসসি ২ হাজার ৭০১ জন,২টি কেন্দ্রে দাখিল মাদ্রাসা ৮৭৮ জন এবং ২টি কেন্দ্রে ভোকেশনাল ৪২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।