ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় একদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

মোঃ নুর আলম পাপ্পু,খোকসা কুষ্টিয়া
এপ্রিল ১১, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ

খোকসা কুষ্টিয়াঃ

অদ্য ১০ ই এপ্রিল রোজ বৃহস্পবিবার খোকসায় একদিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও খোকসা মডেল স্কুলের সামনে প্রায় এক হাত পরিমাণ পানি জমে গিয়ে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ নেমে এসেছে।

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য এটি বড় ধরনের সমস্যা হতে পারে । পরীক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে না পারলে তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

শিক্ষার্থীরা জানান, সামান্য বৃষ্টিতেই যদি এই পরিস্থিতি হয়, তবে বর্ষাকালে কী অবস্থা হবে, তা নিয়ে তারা শঙ্কিত। তাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করে স্বাভাবিক চলাচলের পথ নিশ্চিত করা হোক।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধান করবে, যাতে শিক্ষার্থী ও সাধারণ জনগণের দুর্ভোগ লাঘব হয়।