*মোঃ সাজেল রানা*
*ভ্রাম্যমাণ প্রতিনিধি*
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫ (রবিবার): সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত হলো একটি দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইনে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিতরণ করেন।
মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।
প্রায় ১৫০০ মানুষ এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন, যা দুর্গত অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে সেনাবাহিনীর মানবিক ও কার্যকরী ভূমিকার দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।