ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৬ দফা দাবি সড়ক অবরোধ

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:
এপ্রিল ১৬, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

জহুরুল ইসলাম জপি শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে ৬ দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।১৬ এপ্রিল বুধবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলা কানাশাখোলা চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে তারা।

অবরোধে পলিটেকনিক ইনস্টিটিউট শত শত শিক্ষার্থীরা অংশ নেই। শিক্ষার্থীদের অবরোধের কারণে শেরপুর ঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েন,

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবায়দুল আলম সহ জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শিক্ষার্থীরা বলেন আমরা( ৬) দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আগেও আমরা একই দাবিতে একাধিকবার কর্মসূচি পালন করেছি।তবে আমাদের দাবি মানা হচ্ছে না,আমাদের দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনে কর্মসূচিতে যাবো আমরা।