মোঃগোলাম রব্বানী, খুলনা
খুলনার রূপসা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে নৈহাটি ইউনিয়নের নেহালপুর এলাকার মোঃ লিটন কবিরাজ (৪০) পিতাঃ ছোরাফ কবিরাজ নামে এক মাদক বিক্রেতা কে ৭০০ গ্ৰাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
উক্ত আসামিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রধান করা হয়।
ডিএনসি সূত্রে জানাযায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমারের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ক সার্কেল এর এস আই জিন্নাত আলী শেখ সহ এক অভিযানকারি দল নিয়ে গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে রূপসা এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নেহালপুর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় ডি এনসি সদস্যরা মোঃ লিটন কবিরাজ নামে এক ব্যক্তিকে কে আটক করে।
আটককৃত ব্যক্তির নিকট হতে ৭০০ গ্ৰাম গাঁজা আলামত হিসেবে জব্দ করে।
এছাড়া উক্ত আসামি বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।