ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

admin
এপ্রিল ২০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ইকবাল হোসেন জানান, ‘ ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে অচেতন করে ফেলে চোরেরা। পরে বাড়ির পিছনের জানালার কপাট খুলে তারা ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৪৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণের গহনাসহ মালামাল লুট করে নিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘বিষয়টি কেউই বুঝতে পারেনি। বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকালে আমাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।’

এ বিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা জানান, ‘অচেতন অবস্থায় এই পরিবারের শিশুসহ ০৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিশু সহ ০৩ (তিন) জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি— তাদের সবাইকে চেতনানাশক কোন স্প্রে করে অচেতন করা হয়ে থাকতে পারে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, বাড়িতে চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পেয়ে জরিতদের ধরতে পুলিশ তদন্তকাজ শুরু করেছে এবং তথ্য প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।’