ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেশের কল্যাণে কাজ করার আহবান জানালেন শিবির সভাপতি

মাসুদর রহমান, দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

মাসুদর রহমান, দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য শিবিরকর্মীদের মধ্যে সততা থাকতে হবে। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

বুধবার (২৩ এপ্রির ২০২৫) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, জুলাই স্প্রিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে হওয়া উচিত। একেবারে যেন দীর্ঘায়িত না, আবার যেন খুব তাড়াহুড়া না হয়। ৫ আগস্টের পর সংস্কারগুলোর কোন দৃশ্যমান ফলাফল দেখতে পাচ্ছি না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন হোক আমরা এটাই চাই।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানা’র সঞ্চালনায় ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের সাবেক কয়েকজন দায়িত্বশীল বক্তব্য রাখেন।

এর পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময তিনি বলেন, জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মত অবস্থা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভুমিকা রাখতে হবে। তাহলে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। তিনি আরো বলেন, আমরা একটি আদর্শিক বিজয় চাই। এ জন্য প্রয়োজনে জীবন দিতে হলেও সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

সধী সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।