মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
চীনের সহায়তায় ১০০০ শর্য্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় নির্মাণ করার দাবিতে ছাত্র জনতা ও গাইবান্ধা বাসীর আয়োজনে দল-মত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে গাইবান্ধার স্বার্থে ২৪/০৪-২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সময় কলেজ রোড, হাসপাতাল বালুয়া, রামচন্দ্রপুর গাইবান্ধা সদরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটিতে এলাকার বিভিন্ন স্কুল- কলেজের ছাত্র-ছাত্রী,অভিভাবক ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।
মানববন্ধনের বক্তারা বলেন –
১৯৬২ সালে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজার এলাকায় পার্বতীপুর মৌজায় ৩১ বিঘা খাস জমিতে ১০ বেডের একটি হাসপাতাল যা “রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্র” নামে স্থাপন করা হয়। ওই সময়ে হাসপাতালে ২ জন চিকিৎসকসহ বিভিন্ন পদে ২৩ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল।পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার একাংশ সহ সদর উপজেলার হাজার হাজার মানুষ জরুরী চিকিৎসার জন্য এই হাসপাতালের উপর নির্বাচন ছিল। ২০০৭- ৮ অর্থ বছরে হাসপাতালটি বন্ধ করে দেয় সরকার। এখন পর্যন্ত হাসপাতলটি বন্ধ হয়ে আছে।
গাইবান্ধা বাসির জোরালো দাবী গাইবান্ধায় উল্লেখযোগ্য কোন প্রতিষ্ঠান নাই। আমরা ৫৩ বছর ধরে বৈষম্য শিকার হয়ে আসছি। তাই আর রংপুরে নয়, চীনের উপহার গাইবান্ধায় চাই।