মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গতকাল বিকেলে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের এসএসবি ইট ভাটায় এঘটনা ঘটে। শিশু জুনায়েদের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানাযায়, এসএসবি নামক ইট ভাটার জন্য ভেকু দিয়ে করা গর্তে বৃষ্টির পানি জমেছিল ।
বাড়ির পাশে এমন মরন ফাদ বুঝতে না পেরে শিশুটি খেলতে গেলে সেই পানিতে পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ভাটা মালিককে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী ।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের এমদাদুল ইসলামের শিশু ছেলে জুনায়েদ ইসলাম (৫) প্রতিদিনের ন্যায় বাড়ীর পাশে খেলাধুলা করছিল । খেলতে খেলতেই এক পর্যায়ে বাড়ীর পাশের ইটভাটার গর্তে পড়ে যায় ।
পরে তার খেলার সাথীরা বাড়ীতে খবর দিলে স্থানীয়রা এসে পানি থেকে জুনায়েদের মৃতদেহ উদ্ধার করেন।
শিশু জুনায়েদের বাবা এমদাদুল গণ উত্তরণ কে জানান, এসএসবি ইটভাটার জন্য পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে । কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায় । আজ আমার ছেলে খেলতে গিয়ে সেখানে পরে মারা যায় ।
এ বিষয়ে এসএসবি ইট ভাটার মালিক শহিদুল্লাহ তাঁর ইট ভাটার খাদে পরে শিশু মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এখানে ভাটা মালিকের করার কি আছে।
এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণ উত্তরণ কে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে, তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।